রাস্তায় পড়ে থাকা ল্যাপটপ ফেরত দিলেন অটোরিকশাচালক,
আমির উদ্দিন বলেন, ওই ব্যাগের ভেতর ল্যাপটপ ও অন্যান্য জিনিসপত্রের সঙ্গে তিনি মোয়াজ্জেম হোসেনের পরিচয়পত্র খুঁজে পান। তবে সেনাকল্যাণ সংস্থার পরিচয়পত্র দেখে তিনি ভয়ে বিষয়টি পুলিশকে জানাননি। পরে গ্রামবাসীর পরামর্শে আমির উদ্দিন সেনাকল্যাণ সংস্থার বগুড়া আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করেন ব্যাগ কুড়িয়ে পাওয়ার বিষয়টি জানান। পরে সেনাকল্যাণ সংস্থার পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হলে আমির উদ্দিন ব্যাগটি মোয়াজ্জেম হোসেনের কাছে পৌঁছে দেন।গতকাল সন্ধ্যায় ব্যাগ হস্তান্তরের সময় হাতীবান্ধা থানার ওসির পক্ষে উপস্থিত ছিলেন দোয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক, ডিমলা থানার ওসির পক্ষে উপপরিদর্শক (এসআই) রোস্তম আলীসহ এলাকার স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এ সময় মোয়াজ্জেম হোসেন আমির উদ্দিনকে আর্থিক পুরস্কার দেন।
আমির উদ্দিনের সততার বিষয়ে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ল্যাপটপসহ অন্যান্য জিনিসপত্র ফিরে পেয়ে আমি আমির উদ্দিনের প্রতি কৃতজ্ঞ। তাঁর এ সততাকে সামনে রেখে আজীবন আমি নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করার চেষ্টা করব। তিনি ল্যাপটপসহ সবকিছু ফেরত দিয়ে অনন্য নজির স্থাপন করলেন।’পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, অটোরিকশাচালক আমির উদ্দিন আর্থিকভাবে অসচ্ছল হলেও তিনি অনেক সৎ ও বড় মনের অধিকারী। এ জন্য এত কিছু কুড়িয়ে পাওয়ার পরও তিনি ফেরত দিয়ে সবাইকে লোভ ত্যাগ করার পথ দেখালেন। পুলিশ বিভাগও আমির হোসেনের প্রতি কৃতজ্ঞ।