তথ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিলেন রিজভী,
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন
, আন্তর্জাতিক বিশ্ব থেকে পাওয়া খালেদা জিয়ার ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মানে
হাছান মাহমুদরা (তথ্যমন্ত্রী) চরম আত্মপীড়ন ও মনঃকষ্টে ভুগছেন।
এ কারণে হাছান মাহমুদ বলেছেন, এই অ্যাওয়ার্ড নাকি টাকা দিয়ে কেনা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত
এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনা হয়েছে—তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন মন্তব্যের উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন,
‘তাঁর এই মন্তব্য শুনে একটা বাংলা প্রবাদ মনে পড়ছে, পাগলে কিনা বলে…কিনা খায়।
কিনে পদক পাওয়ার সংস্কৃতি তো আওয়ামী লীগ নেত্রী বর্তমান প্রধানমন্ত্রীর।
পদক কিনে বস্তা ভরার ইতিহাস তো আপনাদেরই।
’বিএনপির এই নেতা আরও বলেন, ‘ক্ষমতাসীন হলেই আপনাদের কাছে বানের মতো পদক আসে।
আপনার বক্তব্যে প্রমাণিত হলো অতীতে আপনারাই পদক কিনেছেন।
এখন নিজের মনে প্রশ্ন জাগে, বিবেকহীনরাই কি এখন আওয়ামী লীগ করে,
নাকি আওয়ামী লীগ করার কারণেই মানুষ বিবেকহীন হয়ে যায়।’
তথ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিলেন রিজভী
রিজভী আরও বলেন, দেশে এখন দুর্নীতিবাজদের প্রলয় উল্লাস চলছে। এসব মাফিয়া ও দুর্নীতিবাজ বিনা ভোটে ক্ষমতায় থাকতে থাকতে গণতন্ত্রের কথা শুনলেই এদের এখন গায়ে জ্বালা ধরে। এর প্রমাণ হাছান মাহমুদ। তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) “মাদার অব ডেমোক্রেসি” অ্যাওয়ার্ডে ভূষিত করেছে।’
টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনা হয়েছে—তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন মন্তব্যের উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘তাঁর এই মন্তব্য শুনে একটা বাংলা প্রবাদ মনে পড়ছে, পাগলে কিনা বলে…কিনা খায়। কিনে পদক পাওয়ার সংস্কৃতি তো আওয়ামী লীগ নেত্রী বর্তমান প্রধানমন্ত্রীর। পদক কিনে বস্তা ভরার ইতিহাস তো আপনাদেরই।’বিএনপির এই নেতা আরও বলেন, ‘ক্ষমতাসীন হলেই আপনাদের কাছে বানের মতো পদক আসে। আপনার বক্তব্যে প্রমাণিত হলো অতীতে আপনারাই পদক কিনেছেন। এখন নিজের মনে প্রশ্ন জাগে, বিবেকহীনরাই কি এখন আওয়ামী লীগ করে, নাকি আওয়ামী লীগ করার কারণেই মানুষ বিবেকহীন হয়ে যায়।’
আরো জানতে ভিজিট করুনঃ barta24live.com